Date : 2024-03-29

প্রত্যাশার নির্বাচনে দর্জিপাড়ার দিনকাল

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর দোরগোড়ায় সপ্তদশ লোকসভা নির্বাচন। ফের একবার দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে গ্রহণযোগ্য ব্যক্তি কে, তা নির্ণয় নেওয়ার ভার এসে পড়েছে সাধারণ মানুষের কাছে। প্রতিশ্রুতির বন্যা রাজনৈতিক নেতাদের মুখে। আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম পক্ষ-বিপক্ষের মত।

কিন্তু রোজ পরিশ্রম করে যাদের দুমুঠো ভাত জুটিয়ে নিতে হয়, সেই শ্রমজীবি মানুষের মধ্যে ভোটের সংজ্ঞা কি? জিএসটি চালু হয়েছে। বিমুদ্রাকরণে জালে আটকে পড়েছে বহু ক্ষুদ্র শিল্প। বস্ত্র বয়ন শিল্পে যাদের জন্য দেশ আজ বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে, ছুঁচ-সুতোর সুক্ষ কাজে জীবন চলে যাদের, কি আশা রয়েছে তাদের ভোটকে ঘিরে? বস্ত্র বয়ন শিল্পের ভবিষ্যৎ ভাবনা নিয়ে কেমন চলছে দর্জিপাড়ার দিনকাল, জানতে দেখুন….