Date : 2022-08-18

এক ফুল দো মালী…

ওয়েব ডেস্ক: কথায় বলে পিরীতি কাঁঠালের আঁঠা লাগলে পরে ছাড়ে না। বাস্তবিকই কী তাই? চার হাত তখন এক হবার অপেক্ষায়। অধীর আগ্রহে অপেক্ষা করছেন অতিথি-অভ্যাগতরাও। হটাৎ তাল কাটল বিয়ের আসরে। একেবারে বধূবেসে বিয়ের মন্ডপে হাজির বরের প্রাক্তন প্রেমিকা। প্রাক্তন প্রেমিকের হাত ধরে আকুল আর্তি,’ফিরিয়ে নাও’। ‘আমারই ভুল ছিল’।

এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক উপস্থিত অতিথি থেকে বর-কনে দুজনই। পরিস্থিতি সামাল দিতে তখন দিশেহারা বর। একদিকে প্রাক্তন প্রেমিকার হাত সরানোর চেষ্টা করছেন, অন্যদিকে বোঝাচ্ছেন কনে’কে। তবে বেশীক্ষন ধৈর্য্য রাখতে পারেননি কনে, কিছুক্ষণের মধ্যেই বিয়ের আসর ছাড়েন তিনি। তার পিছু নেন বরও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল তুলেছে এই ভিডিও। অনেকেই মুচকি হেসে বলছেন, একেই বোধহয় বলে প্রকৃত ভালোবাসা।