ওয়েব ডেস্ক: “বদলা”র দারুণ সাফল্যের পরে অমিতাভ বচ্চন এখন ব্যস্ত তাঁর পরবর্তী ছবির শুটিং-এ।
ছবিতে তাঁর ফার্স্ট লুকের ছবি শেয়ার করলেন অমিতাভ নিজেই, তাঁর টুইটার হ্যান্ডেলে।
যেখানে বিগ বি’কে দেখা যাচ্ছে মাফলার ও স্যুট পরে, সাথে মাথায় উলের টুপি।
এবং তাঁর দাড়ির শেষ অংশটা আবার বাঁধা।
একদম অন্যরকম একটি লুকে অমিতাভ আসতে চলেছেন আমাদের সামনে।
রুমি জাফেরির পরবর্তী থ্রিলার “চেহরে” তে তাঁকে দেখা যাবে ইমরান হাসমির বিপরীতে।
ছবির শুটিং চলছে। ২০২০তে মুক্তি পাবে এই ছবি।