Date : 2021-04-15

আয়ুষ্মান খুরানা গে?

ওয়েব ডেস্ক: গুজবটা কি তাহলে সত্যি? আয়ুষ্মান খুরানা শেষ পর্যন্ত সমকামী! একদমই তা নয়। আয়ুষ্মানের পরবর্তী ছবিতে তাঁকে দেখা যাবে একজন সমকামীর রূপে। ২০১৭তে শুভ মঙ্গল সাবধান ছবিটির কথা মনে আছে নিশ্চই। তারই সিকুয়েলের শুটিং শুরু হতে চলেছে এবার। ছবির গল্প হল আয়ুষ্মানের সমকামীতার কথা জানতে পারার পরে তাঁর পরিবারের প্রতিক্রিয়া কি।

ছবির নাম শুভ মঙ্গল জেয়াদা সাবধান। আনন্দ এল রাইয়ের শুভ মঙ্গল সাবধান বক্স অফিসে নিয়ে বেশ ভালোই ব্যবসা করে। এর পরের সিকুয়েলের গল্প নিয়ে আয়ুষ্মান নিজেও খুবই উত্তেজিত। উনি ছাড়াও ছবিতে আর কে থাকবেন তা এখনও ঠিক হয়নি। তবে পরের বছরই মুক্তি পাবে এই ছবি।