ওয়েব ডেস্ক: সময়টা ২০১৪ সাল, আসানসোল থেকে সদ্য রাজনীতিতে হাতেখড়ি দিয়েছিলেন গায়ক বাবুল সুপ্রিয়।
নরেন্দ্রমোদী তার হয়ে জনসভা করে ভোট প্রার্থনা করেছিলেন আসানসোলবাসী কাছে। সারা রাজ্যে যখন ঘাসফুলের জয়জয়কার, তখন আসানসোলের মাটিতে পদ্মফুল ফোটাতে সক্ষম হন বাবুল সুপ্রিয়। খুশি হয়ে মন্ত্রীসভায় বাবুলকে জায়গা দিয়েছিলেন নরেন্দ্র মোদী।
২৩শে মে ২০১৯ লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর বাবুল তার গড়ে জয়ের ধারা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
দ্বিতীয়বারের জন্য তাকে পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিতে কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে আহ্বান জানানো হয়। তবে কোন দফতরের মন্ত্রী হিসাবে তিনি শপথ নেবেন সেই বিষয়ে এখনও জল্পনার শেষ হয়নি।
সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তাকে ফোন করে মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আর্জি জানিয়েছেন।
বিকেলে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে।
এদিন বাবুল সুপ্রিয়র পাশাপাশি দেবশ্রী চৌধুরীকেও পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা উঠেছে।
২০১৯ লোকসভা ভোটে বেঙ্গল ছিল বিজেপির এইম পয়েন্ট।
পশ্চিমবঙ্গ থেকে বিজেপি জিতেছে মোট ১৮টি আসনে, যা পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল বলা যায়।
মোদী মন্ত্রীসভায় বাংলা থেকে কে কোন বিভাগে জায়গা করে নিতে পারে তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।