Date : 2024-04-27

অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ উল্টোডাঙ্গা-বাগুইআটি রুটে…

ওয়েব ডেস্ক:  শহরে অটোর দৌরাত্ব্য দিন দিন বাড়ছে। তারমধ্যে আবার অধিকাংশ অটোর নেই লাইসেন্স। সেই বেআইনি অটোর রমরমার বিরুদ্ধে ফের আন্দোলনে নামলেন অটো চালকদেরই একাংশ। বুধবার সকাল থেকে অটো চলাচল বন্ধ উল্টোডাঙা-বাগুইআটি রুটে। শহরের নানা রুটেই চলে অটো। অফিস টাইমে যাত্রীদের প্রচন্ড অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে।

বুধবার সকাল থেকে উল্টোডাঙ্গা বাগুইআটি রুটে অটো বন্ধ রেখেছেন চালকদের একাংশ। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে কয়েকশো অটো, অথচ যাত্রীদের ফিরে যেতে হচ্ছে। ফলে যাত্রীরা যেমন সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি যাঁরা আইন মেনে অটো চালাচ্ছেন, তাঁরা রোজগারেও টান পড়েছে। দুপক্ষকেই পড়তে হচ্ছে অসুবিধার মুখে।

আন্দোলনকারীদের দাবি, বেআইনি অটোর রমরমা নিয়ে প্রশাসনকে বহুবার অভিযোগ জানিয়েছেন তাঁরা। কিন্ত, কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে উল্টোডাঙ্গা-বাগুআটি রুটে অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এদিকে সপ্তাহের শুরুতেই অটো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

কখনও বেশি ভাড়া চাওয়া, তো কখনও আবার একই রুটে একাধিকবার অটো বদল। উল্টোডাঙা-বাগুইআটি রুটে অটো পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। অটোর অরাজকতায় ক্লান্ত যাত্রীরাও। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। অটো চালকদের সঙ্গে বৈঠক করেন তিনি। উল্টোডাঙা, গড়িয়াহাট ও সল্টেলেক করুণাময়ীতে কমপ্লেন বক্স বসানোরও আশ্বাস দিয়েছিলেন ক্রেতা সুরক্ষামন্ত্রী।