Date : 2024-02-21

ফিরছে ‘ভুলভুলাইয়া’

ওয়েব ডেস্ক: ‘ভুলভুলাইয়া’র কথা মনে আছে নিশ্চই। ২০০৭ সালের এই ছবি মন কেড়ে নিয়েছিল ছোটো থেকে বড় সবার।

মঞ্জুলিকার ‘আমি যে তোমার’ গানে নাচ থেকে শুরু করে অক্ষয় কুমার এবং বিদ্যা বালনের দুর্দান্ত অভিনয় ও ছবির গল্প সবটাই নজর কেড়েছিল দর্শকদের।

বলিউডে ভুলভুলাইয়ার সিকুয়েল তৈরি হতে চলেছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এবার পরিচালকের ভূমিকায় প্রিয়দর্শন নয়, বরং থাকছেন ফারহাদ সামজি।

ছবির মুখ্য ভূমিকায় কে বা কারা থাকছেন তা অবশ্য ঠিক হয়নি। তবে এই ছবিতে নতুন মুখ থাকতে পারে বলে জানিয়েছেন প্রযোজক ভুষণ। স্ক্রিপ্টিং-এর কাজ শেষ হলেই তাঁরা কাস্টিং-এর কাজে শুরু করবেন বলেই জানিয়েছেন।