Date : 2024-04-24

শরীর সুস্থ রাখতে তালিকায় রাখুন নীল-চা

ওয়েব ডেস্ক: গ্রিন টি-এর নাম তো সবাই শুনেছেন নিশ্চই, কিন্তু কোনোদিন ব্লু-টি বা নীল চায়ের কথা শুনেছেন কি? না শোনারই কথা।

এবার বাজারে গ্রিন-টি, ব্ল্যাক-টি, রেড-টির পাশাপাশি এবার পাওয়া যাবে ব্লু-টিও। সারাদিনে কাজের মাঝে সব রকমের চাকে রাখুন বাদের খাতায়।

নীল চা পান করুন। এই চায়ে আছে অনেক গুণ। আপনাকে সারাদিন তরতাজা রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, এটি অ্যান্টি-অক্সিডেন্টের গুণে ভরপুর।

বলিরেখার সমস্যা মানুষের নিত্য সঙ্গী, ত্বকের যে কোন সমস্যাকে ভুলে যান। ভরসা রাখুন নীল চায়ে৷ শরীরকে টক্সিনমুক্ত করে আপনাকে রাখবে দিনভর ফিট৷

নিয়মিত নীল-চা পান শরীরের সংক্রমনকেও নিয়ন্ত্রনে রাখবে৷ এছাড়া,ডায়েবেটিস রোগীদের জন্য নীল চা বিশেষ উপকারী৷ শরীরচর্চার দিক থেকেও এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান৷

নীল-চা ত্বক এবং চুলের যত্নেও ব্যবহার করা যায়৷ নিজেকে ফুল এনার্জেটিক রাখতে দিন শুরু করতে পারেন এক কাপ নীল চা দিয়ে।

চিকিৎসকরা বলছে, চঞ্চলতা এবং হতাশা কাটানোর এক দারুন উপায় হলো এই নীল-চা৷ এমনকি, ক্যান্সারকেও দূরে রাখতে সাহায্য করে ব্লু-টি। নীল-চায়ের মধ্যে থাকা একাধিক উপকারী উপাদান যা ক্যান্সারের ঝুঁকিকে কমাতে সাহায্য করে।