কোচবিহার: ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের জিরানপুর গ্রামে। মৃতার নাম মন্দিরা দাস। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে টিউশন যাওয়ার পথে এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন মন্দিরা। সেখান থেকে রাতে আর বাড়ি ফেরেনি মন্দিরা। এমনকি তার মোবাইল ফোন সুইচ অফ ছিল। পরিবারের লোকজন তার সঙ্গে দীর্ঘক্ষণ যোগাযোগ করতে না পারায় পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালি থানার পুলিশ। এদিন গোঁসাইগঞ্জ বেলতলা চৌপথিতে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় কয়েকজন নিখোঁজ ছাত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান। মৃত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের অনুমান, প্রণয় ঘটিত সম্পর্কের কারণে ছাত্রীকে খুন করা হয়েছে। দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।