Date : 2022-08-11

অদম্য! অক্ষম শরীরে তিন চাকায় ভর করে ফুড ডেলিভারি…

ওয়েব ডেস্ক: ইচ্ছে থাকলেই যে উপায় হয় তার আরেকবার প্রমাণ করলেন দিল্লির রামু।রামু হলেন জ়োম্যাটোর একজন ডেলিভারি বয়। তিনি হাঁটতে পারেন না। কিন্তু তিনি ট্রাই-সাইকেলে চড়ে, সেটি হাত দিয়ে চালিয়ে, বাড়ি বাড়ি খাবার নিয়ে হাজির হন সময়মতো!

তার অক্ষমতা তাকে আটকে রাখতে পারেনি কোনোভাবেই। জ়োম্যাটোর ডেলিভারি বয় রামুর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। তার সেই ভিডিও জিতে নিয়েছে অনেকেরই মন। রামুর এই ভিডিও প্রকাশিত হওয়ার পরেই প্রশংসায় ফেটে পড়েন নেটিজেনরা।

শুধু রামুর নয়, সকলেই জ়োম্যাটোরও প্রশংসা করেছেন। বিশেষভাবে সক্ষম ব্যক্তির রুজি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য নেটিজেনরা অভিনন্দন জানাচ্ছেন জ়োম্যাটোকে। এমনকী তাদের কর্মচারী রামু এখন অনেকের অনুপ্রেরণা হয়ে উঠবেন বলে মনে করছেন অনেকে।