ওয়েব ডেস্ক : গত শুরু হয়েছে বিশ্বের সবথেকে বড় রেড কার্পেট সেরেমনি। যে রেড কার্পেটে আমন্ত্রিত হওয়ার জন্য অপেক্ষায় থাকে হলিউড বলিউডের সমস্ত কলাকুশলীরা। তার নাম হল কানে ফিল্ম ফেস্টিভ্যাল। এই বছর ৭২-এ পা দিল ফেস্টিভ্যালটি। যার তারকাখচিত সন্ধ্যায় দেখা মিলল আমাদের বলিউডের তিন নায়িকারও। গত বৃহস্পতিবার ফ্রেঞ্চ রিভিয়েরায় হওয়া রেড কার্পেটে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন ও কঙ্গনা রানাউত। তাদের প্রত্যেকের ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস বুঝিয়ে দিয়েছে যে ফ্যাশন সেন্সে কেউ কারোর থেকে কম যায়না। গত সন্ধ্যার তাদের কিছু ছবি দেওয়া হল নীচে।