ওয়েব ডেস্ক: মা নেই, ৩ মাস হয়ে গেল। কিন্তু সে খেয়াল নেই ছোট্ট বিড়াল ছানাটির। মায়ের কঙ্কাল আঁকড়েই বসে আছে ছোট্ট ‘কিটি’।
পাড়াতে সে এই নামেই পরিচিত। বাইকে পিষে দিয়েছে তার মাকে। কিন্তু তাও কাছ ছাড়া করেনি মায়ের কঙ্কালকে।
বর্তমানে সে শ্যামবাজারের রাধামাধব গোস্বামী লেনের আশেরপাশের মেসবাড়িগুলির বাসিন্দা।
স্থানীয় লোকেরা তার মায়ের দেহ ডাস্টবিনে ফেলে এলেও, সেটাকে মুখে করে নিয়ে এসে নিজের আস্তানায় রেখে দিয়েছে সে।
মেসবাড়ির ভাত-মাছ-দুধ কেটেই আপাতত চলছে তার দিনযাপন। তবে মাকে ভুলতে পারেনি কিটি, রাত্রিবেলা প্রায়ই তার গোঙানির শব্দ শুনতে পান স্থানীয়রা।