Date : 2021-02-28

তারকাদের ভোটপর্ব…

ওয়েব ডেস্ক: অবশেষে মিটল সাত দফার ভোটগ্রহণ পর্ব। রবিবার ভোট ছিল কলকাতাতেও।

সেই ভোটের লাইনেই দেখা মিলল টলিউডের তারকাদের।

কেউ কেউ আবার ক্যামেরার সামনে পোজ দিতেও ভুললেন না।

অনেকেই আবার নিজেদের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে কলম ধরলেন “লজ্জিত” মমতা…

ভোট-ছবি পোষ্ট করেন জিৎ থেকে শুরু করে রচনা, প্রিয়াঙ্কা সরকার, রীতাভরি, নুসরৎ, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

এছাড়াও ভোট কেন্দ্রের বাইরে দেখা গেল সপরিবারে কোয়েল মল্লিককে ও সব্যসাচী চক্রবর্তী ও তার গোটা পরিবারকে।

তবে শুধু এনারাই নয়। দেখা মিলল নববধু শ্রাবন্তীরও। সঙ্গে ছিলেন স্বামী রোশন।

ফুচকাওয়ালার প্রেমে পড়ে ডিভোর্স চাইল বউ!

রবিবার দেবকে দেখা গেল তার বাবা ও বোনের সঙ্গে ভোট দিতে। তবে নিজের স্টারডামের সুযোগ একদমই নেননি তিনি।

বরং সবার সাথে লাইনে দাঁড়িয়েই ভোট দেন।

অন্যদিকে শুধু টলিউডি সেলেবরাই নন. ভোট কেন্দ্রের বাইরে দেখা গেল সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও, সঙ্গে ছিলেন স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়।  সেলেবদের ভোটপর্বের কিছু ছবি থাকল আর প্লাস ওয়েবের।

October 11, 2020, 7:49 am

October 11, 2020, 7:32 am

October 11, 2020, 5:22 am