Date : 2021-10-19

চাঁদে পা রাখবে চন্দ্রায়ন ২

ওয়েব ডেস্ক: আবার চাঁদে পা রাখতে চলেছে ভারত। এবার চন্দ্রায়ন ২ পাঠাতে চলেছে ভারত, এমনই খবর জানালো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অফ অর্গানাইজেশন। এই নিয়ে লুনার মিশনের দ্বিতীয় চেষ্টা। শোনা যাচ্ছে এই চন্দ্রায়ন ২ চাঁদের বুকে পা রাখার জন্য রওনা দেওয়ার কথা এই বছরই ৯ জুলাই অথবা ১৬ জুলাই। তবে এখনও এই প্রোজেক্টের অনেক কাজ বাকি।

জুলাইতে রওনা হওয়ার পর তা চাঁদে পৌছবে সেপ্টেম্বর নাগাদ। এই চন্দ্রায়ন ২-তে থাকবে ৩টে মডিউল। অর্বিটর, ল্যান্ডার ও রোভার। চন্দ্রায়ন ১ ২০০৯ সালে চাঁদে পাঠানো হয়। তারপরে এই বছর চন্দ্রায়ন ২ পাঠানো হবে। এটি রওনা দেবে শ্রীহরিখোলা থেকে।