ওয়েব ডেস্ক: গেরুয়া ঝড় গোটা দেশ জুড়ে ৷
বুথ ফেরত সমীক্ষায় বিজেপি’র সম্ভাব্য প্রাপ্ত আসনসংখ্যার চেয়েও অনেক বেশি আসন পেতে চলেছে বিজেপি ৷
আর সেই ফলাফল মোটের উপকর পরিষ্কার হতেই ট্যুইটার হ্যান্ডেল থেকে নিজের নামের আগে ‘চৌকিদার’লেখা সরালেন নরেন্দ্র মোদি ৷
সে সময় প্রতিটি বিজেপি নেতাই তাঁদের ট্যুইটার হ্যান্ডেলে নিজেদের নামের সামনে ‘চৌকিদার’লিখেছিলেন ৷
ভোটের ফলাফল মোটামুটি পরিষ্কার ৷ এ বার টুইটার হ্যান্ডেল থেকে ‘চৌকিদার’ সরালেন মোদি ৷