ওয়েব ডেস্ক: নিছকই একটা বন্ধুত্বের গল্প। তবু আর দশটা গল্পের চেয়ে অনেক আলাদা। বেস্টফ্রেন্ডের সঙ্গে গলা জড়িয়ে ছবি পোস্ট করেন এই যুবক। দুজনেরই খুব মিল।
প্রিয় বন্ধুর সাথে মিল থাকবে সেটা অবশ্য খুব স্বাভাবিক। বরং না থাকলেই হবে অবাক হতে হয়। এই যুবক হলেন নিক অ্যাবট এবং তাঁঁর প্রিয় বন্ধুটি হল এমারসন, একটি কালো ল্যাব্রাডর।
দুজনের মধ্যে মিল হল, এরা দুজনেই বধির। এমারসনকে অ্যাবটের দত্তক নেওয়ার প্রধান কারণ ছিল এটাই।
তিনি জানান এমারসনও যেহেতু বধির তাই ওর কষ্টটা বুঝেছিলেন। ফেসবুকে ছবি দেখেই মনে মনে ভেবে নিয়েছিলেন যে এই ছোট্ট ল্যাব্রাডরটিকে তিনি দত্তক নেবেন।
তার কাছে যদিও আগের থেকেই আছে একটি ফন ল্যাব। তাই তিনি তাঁর দায়িত্ব আদৌ পালন করতে পারবেন কিনা তা নিয়ে একটা সংশয় ছিলেন। কিন্তু আর চিন্তা না করে তাঁকে দত্তক নিয়েই ফেললেন।
এমারসনের ভাই-বোনদের অন্য পরিবার থেকে নিয়ে গেলেও তাঁকে কেউ নিতে চায়নি। তবে নতুন বাড়ি পেয়ে খুশি ছোট্ট ছানাটিও। অ্যাবট তাকে শেখাচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজও। এখন দুজনেই বেশ খুশি দুজনকে পেয়ে।