ওয়েব ডেস্ক: ভারত মুক্তি পেতে না পেতেই অশান্তি? দিশা পটানিকে প্রথমবার সলমন খানের সঙ্গে কাজ করতে দেখা যাবে। ৫ই জুন মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু তার আগেই দিশা বলছেন আর নাকি কাজ করবেন না তিনি সলমনের সঙ্গে।
কী এমন হল যে দিশা কাজ করতেই রাজি হচ্ছেন না এই সুপারস্টারের সঙ্গে? না, কোনো অশান্তিই হয়নি ওনাদের মধ্যে। দিশা মনে করেন তাদের দুজনের বয়সের ফারাকটা এতোটাই বেশি যে, তাদের কখনই একসাথে মানাবে না।
এই কথাটা নাকি স্ক্রিপ্ট রিডিং-এর সময় ছবির পরিচালকও একই কথা বলেছিলেন বলেই জানান নায়িকা। তবে দিশা খুবই উত্তেজিত এই ছবিটি নিয়ে। অনস্ক্রিন সলমন ও দিশার কেমিস্ট্রি কতোটা দর্শকদের মন জয় করতে পারে এখন সেটাই দেখার।