ওয়েব ডেস্ক: পুরোনো কলকাতার কথা মাথায় আসলেই সবার প্রথমে যা মনে আসে তা হল ট্রাম ও দোতলা বাস। তবে পাল্টেছে যুগ পাল্টেছে সময়, ট্রাম কলকাতার বুকে থেকে গেলেও জীবাশ্মে পরিণত হয় ডবল ডেকার বাস।
১৯২৬ সালে প্রথম দোতলা বাসের আবির্ভাব কলকাতায়। তখন সেই বাসের রুট ছিল শ্যামবাজার থেকে কালীঘাট পর্যন্ত। তারপর হারিয়েছে সেই বাস ও মানুষও প্রায় ভুলতে বসেছে তার কথা। শহরবাসীদের জন্য আসতে চলেছে এক খুশির খবর।
সেই ইতিহাসের পাতা উল্টে দোতলাবাসের আবার পুনর্জন্ম ঘটতে চলেছে এই কলকাতার বুকেই। তবে এইবার বাসটি আসবে একদম নতুন রূপে, নতুন টেকনোলজি সহ। তাতে থাকবে সিসিটিভি ক্যামেরা, ইলেক্ট্রনিকস কন্ট্রোল, অটোমেটিক দরজা, ডেস্টিনেশন বোর্ড ইত্যাদি।
প্রথমে ১০টি বাস চালু করা হবে বলে জানা যাচ্ছে। তারমধ্যে ৫টির ছাদ থাকবে খোলা। কলকাতাবাসীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই।