Date : 2021-10-19

ফণীর জের: শহরে বন্ধ সমস্ত শপিং মল

ওয়েব ডেস্ক: আর কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ফণী। যার ব্যাপক প্রভাব পড়তে চলেছে জনজীবনে, এমনই আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে রাশ টানা হয়েছে পরিবহন ব্যবস্থায়। ফণীর জেরে শুক্রবার সন্ধ্যায় বন্ধ রাখা হল শহরের সবকটি শপিং মল। বের করে দেওয়া হল ক্রেতাদের।