Date : 2021-05-09

কেঁপে উঠল হিমাচল প্রদেশ…

ওয়েব ডেস্ক: ফণীর পাশাপাশি মাথাচাড়া দিয়েছে ভুমিকম্পের আশঙ্কা। আতঙ্কে প্রহর গুনছেন সবাই। এরই মধ্যে শুক্রবার ভোররাতে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। ভোর ৪.৩০টে নাগাদ ভুমিকম্প অনুভুত হয় হিমাচল প্রদেশের মান্ডিতে।

রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৫। কম্পনের তীব্রতা খুব বেশী না হলেও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। ভুমিকম্পের উৎসস্থল মান্ডির ১০ কিমি গভীরে উত্তর-পুর্ব দিক থেকে। তবে ভুমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।