Date : 2024-04-25

বুথ ফেরত সমীক্ষার প্রভাব: চাঙ্গা শেয়ার বাজার

ওয়েব ডেস্ক: রবিবার সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটপর্ব মিটতেই জাতীয় এবং আঞ্চলিক সংবাদমাধ্যমগুলি নির্বাচনের সাম্ভাব্য ফলাফল তথা বুূথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করে। সমীক্ষার ফলে বিজেপির জয়ের ইঙ্গিত মিলতেই সোমবার চাঙ্গা হল শেয়ার বাজার।

বাজার খুলতেই এক লাফে অনেকটাই উঠল সূচক।সোমবার বাজার ওঠে প্রায় ৯৫০ পয়েন্ট। একটা সময় সেনসেক্স ৯৬২.১২ বেড়ে হয় ৩৮ হাজার ৮৯২. ৮৯ পয়েন্ট। নিফটি উঠেছিল ১১ হাজার ৬৯৪.১০ পয়েন্ট। যা আগের থেকে ২৮৬.৯৫ পয়েন্ট বেশি।

শেয়ার বাজারের উত্থান একনজরে:

১.সকাল ১০টার সময় সেনসেক্স (Sensex) ওঠে ৮৪৫.৩৩ পয়েন্ট। ওই সময় নিফটি (Nifty) ওঠে ২৪৬. ৫০ পয়েন্ট।

২. বাজার  এতটা ওঠার নেপথ্যে রয়েছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল, এমনই মনে করছেন অর্থনীতি বিদেরা।

৩. ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্স, আল্ট্রাটেক  সিমেন্ট,টাটা স্টিল থেকে শুরু করে স্টেট ব্যাঙ্কের মতো সংস্থার ফল ভাল হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসিও ইতিবাচক ফল করেছে।   

৪. আইডিবিআই ক্যাপিটালের এ ডি প্রভাকর এনডিটিভিকে  জানিয়েছেন এই প্রবণতা দীর্ঘ দিন থাকবে  এমনটা ভাবার কোনও কারণ নেই।

৫. গত সপ্তাহে জাপানের শেয়ায় পড়েছিল ৩ শতাংশ। আজ উঠেছে  ০.৬ শতাংশ। ওয়াল স্ট্রিটে শেয়ার  শুক্রবার পড়েছিল বেশ কিছুটা।