Date : 2024-04-19

#LIVEUPDATE: ফনা তুলল ফণী

ওয়েব ডেস্ক: ওড়িশায় আছড়ে পড়ল ফণী। ওড়িশায় ঘণ্টায় ২৪০-২৪৫ কিমি বেগে বইছে ফণী। তছনছ পুরী। ওড়িশায় আরও ২ ঘণ্টা তাণ্ডব চালাতে পারে ফণী।

ফণীর দাপটে ওড়িশায় একজনের মৃত্যু। কেন্দ্রাপাড়ায় আশ্রয়স্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রৌঢ়ার।

ওড়িশার পর পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ফণী।

ফণীর মোকাবিলায় কোমর বেঁধেছে রাজ্য, চালু হল হেল্পলাইন

Puri grand main road
landfall at Puri

সন্ধেয় রাজ্যে ফণীর আছড়ে পড়ার আশঙ্কা। গতিবেগ থাকার কথা ঘণ্টায় ৯০-১০০ কিমি।

ফনীর জেরে সকাল থেকে বৃষ্টি দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতাতেও চলছে প্রবল বৃষ্টি। শহরের আকাশ মেঘে ঢেকে গিয়েছে। প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবনে।

দীঘা থেকে ৩৫০ কিমি দূরে অবস্থান করছে ফণী। কলকাতা থেকে দূরত্ব ৪২০ কিমি।

bilpatna, khurda , odisha

কলকাতা বিমানবন্দরে উড়ান বন্ধ থাকার সময় বাড়ানো হল। আজ বিকেল ৩টে থেকে কাল সকাল ৮টা পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ থাকবে।

রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। আজ ও কাল সব নির্বাচনী সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মেদিনীপুর থেকে পরিস্থিতি মনিটরিং করবেন।

Bhubaneswar Station

বন্ধ কলকাতা থেকে পুরী গামী বাস। ফণীর কারণে দক্ষিণ-পূর্ব রেলপথে বাতিল ২৩৩টি ট্রেন।

ফণী’র সব আপডেট জানতে চোখ রাখুন https://rplus.in/ – এ।