ওয়েব ডেস্ক: বঙ্গের কান ঘেঁষে বাংলাদেশের দিকে ধাবিত হয়েছে ফণী। ফণীর জেরে এরাজ্যে ঝড় বৃষ্টি হলেও তার তীব্রতা ছিল যথেষ্ট কম। ওড়িশার তুলনায় এরাজ্যের ক্ষয়ক্ষতির পরিমানও যথেষ্ট কম। তবে এরাজ্যের বেশ কিছু জায়গাতে অল্প সময়ের ঝড়ের দাপটেই বেশ কিছু বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। শনিবার রাজ্য ফনী মুক্ত হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ফণীর দাপটে যাদের বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে , তাদের বাড়ি তৈরী করে দেবে রাজ্য সরকার।
ইতিমধ্যেই জেলাশাসকদের সেবিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল সেই সমস্ত অঞ্চল থেকে প্রায় ৪২০০০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনে সরকার।
এখনও পর্যন্ত ১২টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি যে সমস্ত বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাও ঠিক করে দেওয়া হবে। এর পাশাপাশি যে সমস্ত অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তাও দ্রুত ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।