Date : 2024-04-24

#Live update: ফণীর ইশারায় ফুঁসছে দীঘা

পূর্ব মেদিনীপুর: ঘূর্ণিঝড় ফণীর ফণা এবার বাংলার দিকে। শুক্রবার সকালেই ওড়িশা উপকূলে প্রবল শক্তিতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণী। ২০০ কিমি গতিবেগে প্রবল ঝড়ো হাওয়ায় ওড়িশায় কার্যত লন্ডভন্ড করে দিয়েছে একাধিক জায়গা। সকাল থেকেই দীঘায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। স্থানীয়দের কথা, অন্যান্য দিনের থেকে বেশি উত্তাল রয়েছে সমুদ্র। ফুলে উঠেছে দীঘা সমুদ্রের জলস্তর।

একের পর এক ঢেউ আছড়ে পড়েছে সমুদ্র সৈকতে। রাজ্যের ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে হাওয়ার গতিবেগ সর্বাধিক ১১৫ কিমি হতে পারে। বিকেলের পর থেকে রাজ্যের আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বালাসোর থেকে এই ঝড় ক্রমশ শক্তিক্ষয় করে বাংলায় ভারী সাইক্লোন হয়ে রাতের মধ্যেই আঘাত করবে সুন্দরবন উপকূল অঞ্চলের গ্রামগুলিতে।