ওয়েব ডেস্ক: ফের বিধ্বংসী আগুনের গ্রাসে কলকাতা। দিনের ব্যস্ত সময়ে ভয়াবহ আগুন পার্ক সার্কাস এলাকায়। পার্ক সার্কাস রেল লাইনের ধারে রাইফেল রেঞ্জ রোডে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
দমকলকর্মীদের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। আগুনের জেরে বন্ধ শিয়ালদা দক্ষিণে ট্রেন চলাচল। পার্ক সার্কাসে বন্ধ ট্রেন চলাচল। বালিগঞ্জ থেকে ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্রের খবর, একটি প্লাইউডের দোকান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে দোকানগুলিতে। এই মুহূর্তে ৫টিরও বেশী দোকান আগুনের গ্রাসে বলেই সূত্রের খবর। এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় বহুতলেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে ঘটনাস্থলে যাবেন তিনি।এদিকে খবর দেওয়ার পরও দমকল আসতে দেরী করেছে বলে, অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের।