ওয়েব ডেস্ক: আরশোলায় ভয় পায় না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। তবে এমন লোক নেই বললে কিন্তু একদমই ভুল বলা হবে।
ছেলে মেয়ে উভয়ই কমবেশি আরশোলার অকারণ উড়ে বেড়ানোতে ভয় পায়। তবে সমীক্ষা বলে মেয়েরা একটু বেশিই ভয় পায় আরশোলাকে।
তবে এমন মেয়েও আছে যে আরশোলা দেখলে সঙ্গে সঙ্গে তার দমনে তৎপর হয়ে ওঠে।
তবে তা নিয়ে কাউকে প্রমাণ দেওয়ার যে খুব একটা দরকার আছে বলে মনে হয় না। কিন্তু এমনই একটি ঘটনা ঘটালো ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মেরি।
আরশোলায় তার যে ভয় নেই তা প্রমাণ করতে বয়ফ্রেন্ডকে সারা মুখে আরশোলা নিয়ে সেলফি তুলে পাঠাল এই তরুণী। কি ভয়ঙ্কর কান্ড।
তবে সেই সেলফি দেখে বয়ফ্রেন্ডের কি হাল হয়েছিল তা যদিও জানা যায়নি।