ওয়েব ডেস্ক: গুগলের পিক্সেল পরিবারে এবার যোগ দিতে চলেছে আরও দুটি মডেল। মঙ্গলবার ভারতে লঞ্চ করতে চলেছে গুগল পিক্সেল 3a এবং 3a XL । এই দুটি ফোন আগের পিক্সেলের মডেলগুলির থেকে অনেকটা সাশ্রয়ী। এতে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই, ও অবশ্যই গুগলের স্পেশাল পিক্সেল ক্যামেরা।
দুটি মডেলেরই দাম ৪৫০০০-এর মধ্যে। স্ক্রিনটি হবে ৬ ইঞ্চি লম্বা। ব্যাক ক্যামেরায় ১২ মেগাপিক্সেল ও ফ্রন্টে থাকবে ৮ মেগাপিক্সেল। ফোন দুটিতে স্টোরেজ থাকবে ৪ জিবি ও ৬৪ জিবি পর্যন্ত।
এই ফোনটি তৈরি প্লাস্টিক দিয়ে। গুগল পিক্সেলের আগের ফোনগুলি কাঁচের তৈরি ছিল বলে দামটাও অনেকটা বেশি ছিল। তবে এই নতুন মডেলগুলি মধ্যবিত্তের পেকেটের কথা মাথায় রেখেই, এমনই জানাচ্ছে গুগল।