ওয়েব ডেস্ক: বুধবার ১৯ বছরে পা দিলেন কিং খান কন্যা সুহানা।
বাবার মতো তিনিও অভিনয় জগতেই আসতে চান।
তবে তার আগে অবশ্যই পড়াশোনা শেষ করতেহবে, এমনই আদেশ বাবা শাহরুখ খানের।
তবে তার আগেই মডেলিং-এ নাম লিখিয়েছেন গৌরি কন্যা।
শধু তাই নয়, একটি নামকরা ম্যাগাজিনের সঙ্গে ফোটোশুট করাও শেষ।
সুহানার জন্মদিনে রইল ওর ছোটোবেলার কিছু না দেখা ছবি।