Date : 2024-04-24

জন্মদিনে বলিউডের হার্টথ্রব ভিকি কৌশল

ওয়েব ডেস্ক: শুভ জন্মদিন ভিকি কৌশল।

‘মসান’এর সেই আপনভোলা ছেলেটা থেকে শুরু করে আজ তাঁকে সবাই চেনে ‘হাওস দ্যা জোশ’ নামে।

এর মাঝে কেটেছে ৮টা বছর। বলিদুনিয়ায় যদিও এমন কিছু বেশি সময় হয়নি তাঁর।

তবে এর মধ্যেই তিনি নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন প্রতিটা মেয়ের মন।

এখন হার্টথ্রব বলতে বোঝায় কেবল ভিকিকেই।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার্সের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে ৩.৪ মিলিয়ন।

তাঁর ছবিতে লাভ রিয়্যক্টের বন্যা বয়ে যায় প্রতি মুহুর্তে।

ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও বছর ৩১-এর এই পঞ্জাবী ছেলেটি ডেস্ক জব করতে পারবে না বুঝে গিয়েছিল।

তাই আর দেরী না করে চাকরি ছেড়ে জয়েন করেন কিশোর নমিত কপুরের অভিনয়ের স্কুলে।

তবে শুরুটা হয়েছিল ২০১২তে ‘গ্যাংস অফ ওয়াসেপুরে’ সহকারী পরিচালক হিসেবে।

তারপর ‘লাভ সাভ দে চিকেন খুরানা’, ‘গিক আউট’, ‘বোম্বে ভেলভেট’ ছবিগুলিতে অভিনয় করলেও ভিকি দর্শকদের মন কেড়ে নেয় ‘মসানে’।

বেস্ট মেল ডেবুউ অভিনতার তকমা পেয়ে যান অল্প সময়ে।

এরপরে আস্তে আস্তে ঝুলিতে জমতে থাকে ‘জুবান’, ‘রামন রাঘব’, ‘লাভ পার স্কোয়্যার ফিট’, ‘রাজি’, ‘লাস্ট স্টোরিজ’, ‘স়ঞ্জু’, ‘মনমর্জিয়া’র মতো সিনেমা।

প্রতিটা সিনেমাতেই মাল্টি টাস্কিং মুগ্ধ করতে থাকে তাঁর ভক্তদের।

তাঁর প্রতিটা চরিত্রের মধ্যে খুঁজে পাওয়া যায় এক নতুন ভিকিকে।

‘মসানে’র দীপক থেকে শুরু করে, ‘রামন রাঘবে’ ইন্সপেক্টর রাঘব সিং রূপী ভিকি, যে নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো অভিনেতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছিল।

আবার ‘রাজি’তে ইকবাল সৈয়দ ও ‘লাস্ট স্টোরিজ’এর পারস, সমস্ত চরিত্রতেই বার বার নিজেকে প্রমাণ করেছেন এই রাইজিং স্টার ।

যে কোনো চরিত্রই তিনি খুব সাবলিল।

তবে ‘সঞ্জু’তে কমলীর চরিত্র করে তিনি আরও একবার দেখিয়ে দিলেন ইন্ডাস্ট্রি একজন নতুন জেম খুঁজে পেয়েছে।

এরপরে আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। ‘মনমর্জিয়া’র পরই এলো ‘উড়ি’ মুহুর্তে বদলে দিল ভিকির কেরিয়ার।

উড়ির সার্জিকাল স্ট্রাইকের উপর এই ছবির গল্প, যেখানে ভিকির ‘হাওস দ্যা জোশ’ ছড়িয়ে গেল সারা দেশের প্রতিটা মানুষের মুখে মুখে।

ফিল্ম ফেয়ার, জি সিনে অ্যাওয়ার্ডসের মতো অনুষ্ঠানে সঞ্চালনাও করেন। সম্প্রতি তিনি সর্দার উদাম সিং-এর বায়োপিকে কাজ করছেন।

আজকে ভিকি কৌশলের ৩১তম জন্মদিনে আর প্লাস ওয়েবের তরফ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হল।