ওয়েব ডেস্ক: হঠাৎ ভারতের আকাশপথে পাক বিমান। যা ফের উস্কে দিল বালাকোটের স্মৃতি। তবে এবার যুদ্ধবিমান নয়, কার্গো প্লেন দেখা গেল ভারতীয় আকাশসীমায়। পাকিস্তানের আকাশসীমা থেকে প্রবেশ করা অ্যান্তোনোভ AN-12 ভারী কার্গো প্লেনটিকে জয়পুর বিমানবন্দরে অবতরণে বাধ্য করেছে ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, প্লেনের পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বালাকোটে ভারতীয় বায়ু সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর গত ফেব্রুয়ারিতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রায় সাত কিলোমিটার ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল পাক ফাইটার জেট। তবে তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে পাল্টা পাক ফাইটার জেটগুলিকে তাড়া করে ফেরত পাঠিয়েছিল ভারতীয় বায়ুসেনার দুটি বিমান। যাঁর মধ্যে একটির পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান।