ওয়েব ডেস্ক: ফের বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল হাওড়ায়। কলকাতা পুলিশের এসটিএফ এবং স্টেট পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইতিমধ্যে ৩জনকে আটক করেছে।
পুলিশ সূত্রের খবর, পিলখানা অঞ্চলে একটি লেদের মেশিন কারখানায় রাতের অন্ধকারে গোপনে তৈরি হত অবৈধ আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার রাতে ওই কারখানায় তল্লাশি চালায় কলকাতা পুলিশের এসটিএফ শাখা।
সেখানেই উদ্ধার হয় ২৬ টি সেমি-ফিনিস ৭ এমএম পিস্তল। রাতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের নাম মহম্মদ চাঁদ ও মহম্মদ সুলতান। তাদেরকে জেরা করে মহম্মদ সিলটু নামে আরও একজনকে আটক করে পুলিশ।
ধৃতরা সকলেই মুঙ্গেরের বাসিন্দা বলে জানা গেছে। ওই অঞ্চলে আরও অস্ত্র কারখানা আছে কিনা তার হদিশ করছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। এমনকি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।