Date : 2024-04-24

ভেঙে পড়ল বিম, অল্পের জন্য রক্ষা পেলেন হাওড়া স্টেশনের যাত্রীরা…

হাওড়া: সাত সকালে হাওড়া স্টেশনে বিম ভেঙে বিপর্যয়। দুর্ঘটনায় আহত হয়েছে ৫ জন যাত্রী।

সোমবার সকালে হঠাৎ-ই লোহার রড ভেঙে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাওড়া স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে।

সেই সময় ১ নম্বর প্লাটফর্মে উপস্থিত ছিলেন বহু যাত্রী। জনবহুল প্লাটফর্মে হঠাৎ লোহার বিম ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে ছুটতে থাকেন যাত্রীরা।

উলুবেড়িয়া থেকে আগত শামীমা বেগম নামে এক মহিলার মাথায় আঘাত লাগে। আরামবাগ যাওয়ার গাড়ি ধরতে তিনি প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন।

আগামীকাল মাধ্যমিকের ফলপ্রকাশ, ফলাফল জানা যাবে অনলাইনে…

লোহার বিমের আঘাতে রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন প্লাটফর্মে। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এছাড়াও ঘটনায় আহত হন বেশ কয়েকজন যাত্রী। রেল পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের।

ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে উপস্থিত হন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে কলম ধরলেন “লজ্জিত” মমতা…

রেলের গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। তাদের দাবি, বেশ কিছুদিন ধরেই লোহার রডটি ঝুলন্ত অবস্থায় থাকতে দেখেও নজরে আসেনি রেল কর্তৃপক্ষের।

এর ফলে আরও বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা করেছেন নিত্যযাত্রীরা। রেল কর্তৃপক্ষের তরফে দ্রুত পরিস্থিতি ক্ষতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।