ওয়েব ডেস্ক: মহাকাশ গবেষণায় নতুন সাফল্য পেল ইসরো। ভূখন্ড পর্যবেক্ষণের উপগ্রহ কক্ষপথে স্থাপন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পিএসএলভি-সি৪৬ এর মাধ্যমে রিস্যাট-২বি উপগ্রহটির সফল উৎক্ষেপন করা গেছে। বুধবার ভোর ৫টা নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে রিস্যাট-২বি স্যাটালাইট নিয়ে মহাকাশে পাড়ি দেয় পিএসএলভি-সি৪৬ রকেট।
ভূপৃষ্ঠের উপর নজরদারী চালাতে ৬১৪ কেজি ওজনের অত্যাধুনিক এই উপগ্রহটিতে রয়েছে শক্তিশালী অ্যাপারচার রাডার। এর সাহায্যে বাতাসের সমস্ত বাধা সরিয়ে ভূপৃষ্ঠের স্পষ্ট ছবি নেওয়া যাবে। এর ফলে দেশের উপর নেমে আসা প্রাকৃতিক দুর্যোগের আগাম আভাস পাওয়া সম্ভব হবে।
এছাড়া সীমান্তবর্তী অঞ্চলে সেনাবাহিনীর গতিবিধির উপর নজর রাখা যাবে। আজ সকালে মাত্র ১৫ মিনিটের মধ্যে পিএসএলভি-সি৪৬-এর সাহায্যে ভূপৃষ্ঠ ছাড়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয় এই কৃত্রিম উপগ্রহটি। ভারত-পাক সীমান্তের উপর নজরদারী বাড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে, এর ফলে দেশের এলওসি বিশেষভাবে সুরক্ষিত রাখা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।