Date : 2024-04-26

লোকসভা নির্বাচন ২০১৯: Live UPDATE

ওয়েব ডেস্ক: একক সংখ্যাগরিষ্ঠতায় ফের মসনদে মোদী নাকি সব সমীকরণ উলটে দিয়ে এবার বিজেপি বিরোধী জোটের পথে দেশ। সব প্রশ্নের উত্তর মিলবে আজ। সব আপডেট একনজরে-

ফতেপুর কেন্দ্রে পিছিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী রাজ বব্বর। 

২০ হাজারের বেশি ভোটে বারাণসী কেন্দ্রে এগিয়ে নরেন্দ্র মোদী।

দিল্লির চাঁদনি চক কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী হর্ষ বর্ধন। সকাল ১০টা পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ২৮২৩৫। 

উত্তর-পূর্ব দিল্লিতে এগিয়ে বিজেপি-র মনোজ তিওয়ারি। 

মুম্বই উত্তরে এগিয়ে বিজেপি-র পুনম মহাজন। 

পটনা সাহিবে এগিয়ে বিজেপির রবি শংকর প্রসাদ। 

মুম্বই দক্ষিণে পিছিয়ে কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরা। 

সকাল ৯.৩০টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি এগিয়ে ২৫০টি আসনে, কংগ্রেস ৫৪ টি আসনে। তৃণমূল কংগ্রেস এগিয়ে ১২টি আসনে। বহুজন সমাজ পার্টি এগিয়ে ১২টি আসনে। 

রায়বরেলিতে পিছিয়ে গেলেন সনিয়া গান্ধী। 

পিলিভিট থেকে এগিয়ে বিজেপি প্রার্থী বরুণ গান্ধী। 

বারাণসী কেন্দ্রে ১২ হাজার ভোটে এগিয়ে গেলেন নরেন্দ্র মোদী। 

অমেঠী কেন্দ্রে ৬ হাজার ভোটে পিছিয়ে রাহুল গান্ধী। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সমাজবাদী পার্টি এগিয়ে ২টি আসনে এবং শিবসেনা এগিয়ে ১০টি আসনে। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ১৭৮টি আসনে, কংগ্রেস ৫৪ টি আসনে। তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪টি আসনে। বহুজন সমাজ পার্টি এগিয়ে ৭টি আসনে। 

ওয়ানাডে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। 

থিরুবনন্তপুরম কেন্দ্রে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী শশী থরুর। 

রামপুর কেন্দ্রে এগিয়ে জয়া প্রদা। 

মথুরা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী হেমা মালিনী। 

বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর এগিয়ে পূর্ব দিল্লিতে। 

আজমগড় কেন্দ্রে এগিয়ে অখিলেশ যাদব। 

ফতেপুর সিক্রিতে এগিয়ে কংগ্রেস প্রার্থী রাজ বব্বর। 

কনৌজে ডিম্পল যাদব পিছিয়ে। 

গুরুদাসপুর থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সানি দেওল। 

মুম্বই উত্তর কেন্দ্রে পিছিয়ে পড়েছেন কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতন্ডকার। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ৯টি আসনে, কংগ্রেস ৩টি আসনে। 

হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ সিং ঠাকুর। 

বেগুসরাইয়ে পিছিয়ে কানহাইয়া কুমার। 

তেজপুরে এগিয়ে বিজেপি প্রার্থী পল্লব লোচন দাস। 

বারাণসী কেন্দ্রে পিছিয়ে পড়লেন নরেন্দ্র মোদী। 

গুনা কেন্দ্রে পিছিয়ে পড়লেন কংগ্রেস প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 

হায়দরাবাদে এগিয়ে আসাদুদ্দিন ওয়াইসি। 

দিল্লির সিরি ফোর্ট কমপ্লেক্সে চলছে ভোট গণনা।

গান্ধীনগর কেন্দ্রে ২৫ হাজার ভোটের মার্জিনে এগিয়ে রয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। 

অমেঠীতে ১৯ ভোটে পিছিয়ে পড়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। 

বারাণসী কেন্দ্রে এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রায়বরেলিতে এগিয়ে কংগ্রেস প্রার্থী সনিয়া গান্ধী। 

শ্রীনগর কেন্দ্রে এগিয়ে ফারুক আব্দুল্লা। 

ভোপালে এগিয়ে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। 

অমেঠী ও ওয়ানাড-দুটি কেন্দ্রেই এগিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। 

গান্ধীনগরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অমিত শাহ। 

এগোচ্ছে গণনা… বিজেপি এগিয়ে ৪০টি কেন্দ্রে, কংগ্রেস ২২টিতে। অন্য়ান্যরা ৩টি কেন্দ্রে এগিয়ে। 

বেঙ্গালুরুর মাউন্ট কার্মেল কলেজের গণনা কেন্দ্রের ছবি 

ছত্তিসগড়ে ২টি আসনে এগিয়ে কংগ্রেস। 

পোস্টাল ব্যালট গণনায় লখনউ কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী রাজনাথ সিং। 

পোস্টাল ব্যালট গণনার শুরুতে ১৩টি আসনে এগিয়ে বিজেপি। ২ আসনে এগিয়ে কংগ্রেস। 

ফলাফল বেরোনোর আগে পুজো দিলেন বিজেপি প্রার্থী অভিনেতা রবি কিষাণ।

 

ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৮টায় শুরু হল ভোট গণনা। শুরু হয়েছে পোস্টাল ব্যালট গোনা। 

এবারের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন ৮০৪০ জন প্রার্থী। 

উত্তরপ্রদেশের রামপুরের তারকা প্রার্থী: বিজেপি– জয়া প্রদা, সমাজবাদী পার্টি– আজম খান 

আমেঠির তারকা প্রার্থী: বিজেপি– স্মৃতি ইরানি, কংগ্রেস– রাহুল গান্ধী 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যকে সতর্ক থাকার বার্তা দিয়েছে। 

প্রতিটি কাউন্টিং হলে ২টি গেট। মূল গেটের ভিতরে থাকছে আধা সেনা। 

১টি বিধানসভা কেন্দ্রের পাঁচটি বুথে ভিভিপ্যাট গণনা। লটারির মাধ্যমে হবে ভিভিপ্যাট নির্বাচন। ১টি লোকসভা কেন্দ্রের ৩৫টি ভিভিপ্যাট গোনা হবে। 

গণনাকেন্দ্রে থেকে ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি। 

ভোট গণনায় কড়া নিরাপত্তা। স্ট্রংরুম পাহারায় কেন্দ্রীয় বাহিনী।