ওয়েব ডেস্ক: শেষ হল ‘মেড ইন চায়না’-র শুটিং।
শুটিং শেষের পার্টিতে দেখা মিলল নায়ক নায়িকা থেকে শুরু করে ছবির সমস্ত কলাকুশলীদের।
মৌনি রায় নিজেই পোস্ট করলেন পার্টির ছবি।
রাজকুমার রাওকেও দেখা গেল কেক কাটতে।
গোল্ডের পরে মৌনি রায়ের পরবর্তী ছবি মেড ইন চায়না।
এনারা দুজন ছাড়াও একটি গুরুত্বপুর্ণ চরিত্রে দেখা যাবে বোমান ইরানিকেও।
এই বছরই ৩০শে আগষ্ট মুক্তি পেতে চলেছে মিখিল মুখালে পরিচালিত এই কমেডি ছবিটি।