ওয়েব ডেস্ক: মুন্নি বদনাম হুই গানটার সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দাবাং-এর এই আইটেম নাম্বার মন কেড়েছিল ছোটো থেকে বড় সবার।
গানটিতে মালাইকা আরোরার নাচ আরও চমক সৃষ্টি করে গানটিতে।
দাবাং ৩-তে এই গানটিকেই আবার নতুনভাবে তৈরি করার কথা ভাবছেন ছবির পরিচালক।
তবে তাতে থাকবেন না মালাইকা।
কারণটা কী আরবাজের সঙ্গে ডিভোর্স? তা জানা নেই। তবে সলমন নিজেই এই গানটিতে নিজেই পারফর্ম করবেন বলেই শোনা যাচ্ছে।