ওয়েব ডেস্ক: গতকালই জানিয়েছিলেন, “সাংবিধানিক সৌজন্যতা রাখছি। মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করছি।” সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ট্যুইটারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তিনি।
ট্যুইটারে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনও রাজনৈতিক খুন হয়নি৷ বিজেপি দাবি করছে, তাদের ৫৪ জন কর্মী খুন হয়েছেন এ রাজ্যে৷ সম্পূর্ণ মিথ্যে কথা৷ শপথগ্রহণ অনুষ্ঠান একটি অরাজনৈতিক অনুষ্ঠান, তাতে রাজনীতির রং লাগানো হচ্ছে৷ তাই ওই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন না৷
প্রসঙ্গত এদিন সকালেই বিজেপির তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গে খুন হওয়া বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে৷ আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার ৩০ মে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী।