Date : 2024-04-19

সব পরাজিতরা পরাজিত নয়, বিজেপির উত্থানের পর মমতার ট্যুইট

ওয়েব ডেস্ক: বিরোধী জোট শিবিরকে কার্যত ধস নামিয়ে দেশ জুড়ে গেরুয়া ঝড়। সকাল থেকে রাজ্যের চিত্রটাও অপ্রত্যাশিত ভাবেই পরিবর্তিত হয়ে চলেছে। জোড়াফুলের সঙ্গে প্রবল টক্কর শুরু হয়েছে পদ্মফুলের।

গণনার শুরু থেকেই বেশ কয়েকটি আসনে বিজেপির সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ২৩টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে ১৮টি আসনে। ভোট প্রবনতায় স্পষ্ট রাজ্যে বইতে শুরু করেছে গেরুয়া ট্রেন্ড। রাজ্যে ৪২টি আসনে ৪২টিতেই জয়লাভ করতে পারবে তৃণমূল কংগ্রেস, এমনটাই বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু গণনা এগনোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আগেরবারে জয় পাওয়া আসনগুলিও ধরে রাখতে সক্ষম হয়নি তৃণমূল কংগ্রেস। এদিন নিজস্ব টুইটার হ্যান্ডেলে ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিজয়ীদের অভিনন্দন।

কিন্তু সব পরজিতরা পরাজিত নয়। পর্যালোচনার পর আমাদের মত দেব। ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে গণনাপদ্ধতি আগে শেষ হতে দিন”।