Date : 2024-04-18

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে কলম ধরলেন “লজ্জিত” মমতা…

ওয়েব ডেস্ক: বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে এবার কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দফার ভোটের আগে ‘লজ্জিত’ শীর্ষত কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এর আগেও বহু সময় কলম ধরেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।

লজ্জিত

ভাঙতে শিখেছ
গড়তে শেখনি
ভাঙাই তোমাদের কাজ
ভাঙতে গেলে থামতে হবে
ছিঃ ছিঃ নেইকো লাজ
হাত-পা ভাঙলে জোড়া লাগে
হৃদয় ভাঙলে জোড়ে না
মায়ের জীবন শেষ হলেও
মা কখনো হারায় না। 
ঐতিহ্য নিয়ে খেলছো খেলা
বাংলাকে নিয়ে খেলো না, 
সংস্কৃতির জাগরণ বাংলার মুক্তি
এত অবজ্ঞা কর না। 
তোমাদের আছে অর্থের জোর
আর আমাদের প্রাণ-ভরা শ্রদ্ধা
বিদ্যার সাগর, আমি লজ্জিত
ক্ষমা চাওয়ার নেই স্পর্ধা!!! 

গত ১৪ মে অমিত শাহের রোড শো ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে কলেজস্ট্রিট ও বিধানসরণী। বিদ্যাসাগর কলেজের ভিতরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।বিজেপির পাল্টা অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও এই ঘটনার নিন্দা করেছে সব মহল।