ওয়েব ডেস্ক: অভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়, মেট গালা ২০১৯-এর আফটার পার্টির ছবিগুলো দেখলে আপনি এই গানটাই করতে বাধ্য হবেন।
প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকাকে মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট থেকে আমন্ত্রন জানানো হয়। সেখানে তাদের ড্রেস নিয়ে তৈরি হয় হাজারও গসিপ।
বিশেষত প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক নিয়ে ট্রোলে মাতে নেট দুনিয়া। তবে তাতে অবশ্য নায়িকার কোনো ভ্রুক্ষেপ নেই।
আফটার পার্টিতে শুধু প্রিয়াঙ্কা, দীপিকাই নয় দেখা গেল ইশা অম্বানিকেও। তারই কিছু এক্সক্লুসিভ ছবি আর প্লাস ওয়েবে।