ওয়েব ডেস্ক: ৩০ তারিখ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বার শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগে মায়ের আশীর্বাদ নিতে গান্ধীনগর গিয়েছিলেন। সোমবার, ২৭ মে সকালেই পৌঁছালেন তাঁর কেন্দ্র বারাণসীতে।
৪ লাখ ৭৯ হাজার ভোটের মার্জিনে বারাণসী কেন্দ্র থেকে জয় লাভ করেছেন সাংসদ নরেন্দ্র মোদী। তাই শপথ গ্রহণের আগে কেন্দ্রের মানুষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতেই সোমবার বেনারস পৌঁছান নমো। সঙ্গে ছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল রাম নায়েক। বারাণসী পৌঁছেই মোদী যান কাশী বিশ্বনাথ মন্দিরে। অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করেন নমো। শঙ্খধ্বনি এবং সংস্কৃত মন্ত্র উচ্চারণের মধ্যেই বিশ্বনাথের পুজো দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁকে দেখার জন্যে রাস্তার দু’ধারে ভিড় জমান সাধারণ মানুষ। তাঁকে লক্ষ্য করে ফুল এবং গোলাপের পাপড়ি ছুড়ে দেন অসংখ্য মানুষ। এদিনই শহরে বিজেপি কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা নমোর।