ওয়েব ডেস্ক: আগামীকাল সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। আপাতত প্রচার শেষ।সাংবাদিক সম্মেলনও করে ফেলেছেন প্রধানমন্ত্রী।কিন্তু ২৩তারিখ রায় কী হবে, মুখে না বললেও টেনশন এখন সর্বক্ষণের সঙ্গী।এরই মধ্যে ছুটির মুডে নরেন্দ্র মোদী। তাই কেদারনাথে পুজো দিয়ে দু দিনের উত্তরাখণ্ড সফর শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বদ্রীনাথেও পুজো দেবেন বলে জানা গিয়েছে।
প্রচার শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এই সময় নরেন্দ্র মোদীকে কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রধানমন্ত্রীর দফতরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আদর্শ নির্বাচন বিধির কথা।
শনিবার সম্পূর্ণ পাহাড়ি পোশাকে সেজে প্রায় আধ ঘণ্টা ধরে কেদারনাথ মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদী। ধ্যান করার পাশাপাশি তিনি মন্দির শহরের উন্নয়নের কাজও খতিয়ে দেখেন।
চিত্র সৌজন্যে – এএনআই
রবিবার সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন বদ্রীনাথে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে পুজো দিয়ে বিকেলে তিনি দিল্লি ফিরবেন। এনিয়ে গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী মোট ৪ বার এলেন কেদারনাথে। সব মিলিয়ে শেষ দফা ভোটের আগে খোশ মেজাজে মোদী।