ওয়েব ডেস্ক: মুক্তি পেল কবির সিং-এর পোস্টার। পোস্টারে শাহিদ কাপুরকে দেখা যাচ্ছে চোখে সানগ্লাস, অগোছালো চুলে একটা রেবেল লুকে। সঙ্গে দেখা মিলছে ছবির নায়িকা কিয়ারা আদবানীরও।
প্রথমবার এই জুটিকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার কবীর খান মুক্তি পেতে চলেছে ২১শে জুন।
তবে তার আগে ১৩ই মে আসতে চলেছে ছবির ট্রেলার। শাহিদের ফ্যানেরা এখন ট্রেলার মুক্তির অপেক্ষায়।