Date : 2021-10-24

মুক্তি পেল সেক্রেড গেমস ২ -এর টিজার

ওয়েব ডেস্ক: প্রায় একবছরের অপেক্ষার অবসান। মুক্তি পেল সেক্রেড গেমস ২ -এর টিজার । প্রথম ভাগ দেখা শেষ করেও উত্তর মেলেনি অনেক প্রশ্নেরই। তার উত্তর খোঁজার তাগিদেই অপেক্ষা দ্বিতীয় ভাগের। সোমবার মুক্তি পেল সেক্রেড গেমস ২-এর টিজার। নেটফ্লিক্সের অন্যতম ভারতীয় ওয়েব সিরিজ যা গতবছর ঘুম কেড়ে নিয়েছিল সবার।

গাইতন্ডে রূপী নাওয়াজকে দেখে আরও একবার তাঁর অভিনয়ের প্রেমে পড়েছিলেন অনেকে। তবে এইবারের চমক শুধু গাইতন্ডে ভাইই নয়, টিজারে দেখা মিলল নতুন দুই মুখের।

কলকি কোয়েচলিন ও রনবির শোরের। আগের অভিনেতাদের সঙ্গেই তাঁদেরও দেখা যাবে বেশ গুরুত্বপু্র্ণ চরিত্রে। তবে এখন সারা ইন্টারনেট ছাপিয়ে প্রশ্ন একটাই, ইস খেল কা আসলি বাপ কৌন?