ওয়েব ডেস্ক: অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূল হয়ে এই রাজ্যে ফণা তুলতে চলেছে ফণী। ঘূর্ণিঝড়ের জেরে ফুঁসছে দীঘার সমুদ্র। শুক্রবার ওড়িশায় আঘাত হানার পর শনিবার ভোর বেলা ঘূর্ণিঝড়ের জেরে লন্ডভন্ড হতে পারে কলকাতা সহ গোটা রাজ্য। উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়েছে রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দফতর। ফণী থেকে সতর্ক থাকতে ইতিমধ্যে মাইকিং শুরু করা হয়েছে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে। বাতিল করা হয়েছে মোট ১০৩ টি ট্রেন। রেল ও রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর…
রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের হেল্প লাইন।
হেল্প লাইন নম্বর-১০৭০
দক্ষিণ-পূর্ব রেলওয়ের হেল্প লাইন নম্বর-
খরগপুর স্টেশন হেল্পলাইন নম্বর-
০৩২২২-২২১৬৯৬(বিএসএনএল)
বিপর্যয় মোকাবিলা দফতর (রেল)- ৬৩৫৩৫
প্লার্টফর্ম হেল্পলাইন নম্বর- ৬৩৯৫০
বিএসএনএল- ০৩২২২-২৫৫৭৫৮
বালাসোর-
রেলওয়ে কন্ট্রোল রুম নম্বর- ৬৪৯০৮ এবং ৬৪৯০৯
বিএসএনএল-০৬৭৮২-২৬২৭৬
হাওড়া-
রেলওয়ে কন্ট্রেল রুম নম্বর- ৪৫২৭১
বিএসএনএল- ০৩৩২৬-৪১২৯৭৫