ওয়েব ডেস্ক: মুক্তির আগেই হয়ে গেল স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২-এর স্ক্রিনিং-এ। সেখানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা।
করঅ জোহারের স্টুডেন্ট অফ দ্য ইয়ারে তিনি প্রথম সিনেমার দুনিয়ায় এনেছিলেন ৩ নতুন মুখকে। আলিয়া ভাট, বরুন ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রাকে।
এর সিকুয়েলেও আবারও করণ তুলে আনলেন দুই নতুন মুখ। তাদের মধ্যে একজন হলেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ও অপরজন হলেন তারা সুতারিয়া।
মঙ্গলবার ছবির স্ক্রিনিং-এ অভিনেতারা এলেন তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে। তারই কিছু বিশেষ ঝলক রইল আর প্লাস ওয়েবে।