উত্তর ২৪ পরগণা: পঞ্চম দফা ভোট শেষ হলেও ব্যারাকপুরে অশান্তির বাতাবরণ জারি রয়েছে। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ব্যরাকপুর কেন্দ্রের অন্তর্গত শ্যামনগরে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, রাজু সিং নামে ওই যুবক এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিল। বুধবার রাতে জগদ্দল থানার ২২ নম্বর রেল গেট এলাকাতেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। ঘটনার কথা জানতে পেরে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় বিএনবসু হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীকে একা পেয়ে এই অবস্থা করা হয়েছে। অপরদিকে বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। বিজেপির তরফ থেকে তৃণমূলের গোষ্ঠিদ্বন্দ্বের তত্ত্বকে সামনে আনা হয়েছে। তৃণমূলের তরফে ইতিমধ্যে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট পর্ব মিটে যাওয়ার পরেও রাজনৈতিক সংঘর্ষ জারি রয়েছে। একের পর এক আহত হচ্ছেন রাজনৈতিক কর্মীরা। এর ফলে উত্তপ্ত হয়েছে এলাকা। ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।