Date : 2024-03-19

রাত পোহালে ষষ্ঠ দফা নির্বাচন, তৈরি কেন্দ্রীয় বাহিনী

ওয়েব ডেস্ক: রাত পোহালে ষষ্ঠ দফা নির্বাচন। কাল মোট ৮ টি কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে। ১০০ শতাংশ বুথে বাহিনী থাকা সত্ত্বেও বেলা গড়াতেই পঞ্চম দফা নির্বাচনে একের পর এক অশান্তির খবর আসতে থাকে। বিশেষ করে স্পর্শকাতর হিসাবে প্রথম থেকেই যে সমস্ত বুথ অশান্তির কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বলে মনে করছিল প্রশাসন ও রাজনৈতিক মহল, সেই সব বুথেই সকাল থেকে গণ্ডগোলের ছবি উঠে আসতে থাকে। পঞ্চম দফা ভোট একশ শতাংশ বাহিনী দিয়েও সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়নি বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল না বলে দাবি উঠেছিল। কোথাও বা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অসক্রিয়তার অভিযোগ উঠেছে। ষষ্ঠ দফায় ১০০ শতাংশ বুথেই বাহিনী থাকবে বলে আশ্বাস দিয়েছেন বিশেষ পুলিশ অবজার্ভার বিবেক দুবে। তবে কোথাও কতজন বাহিনী মোতায়েন থাকবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি নির্বাচন কমিশনের তরফে। সূত্রের খবর, ৭৪৩ কোম্পানি আধাসেনা বুথে উপস্থিত থাকবে। বাকি ২৭ কোম্পানি স্ট্রংরুমের দায়িত্বে থাকবে। ষষ্ঠ দফায় প্রত্যেক কুইক রেসপন্স টিম পিছু একজন করে ডেপুটি কম্যান্ডার থাকবেন। একনজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কত বাহিনী থাকবে…

তমলুক
মাইক্রো অবজারভার ৫৬০
ভিডিও ক্যামেরা ১৭৫
সিসিটিভি ৩৫
ওয়েব কাস্টিং ৩০০
মোট ১০৭০

কাঁথি
মাইক্রো অবজারভার ৫৬০
ভিডিও ক্যামেরা ১৭৫
সিসিটিভি ৩৫
ওয়েব কাস্টিং ৩০০
মোট ১০৭০

ঘাটাল
মাইক্রো অবজারভার ৭২২
ভিডিও ক্যামেরা ২৫
সিসিটিভি ৭১২
ওয়েব কাস্টিং ২৯৯
মোট ১৭৫৮

ঝাড়গ্রাম
মাইক্রো অবজারভার ৪৬০
ভিডিও ক্যামেরা ৫৭
সিসিটিভি ২৫৮
ওয়েব কাস্টিং ২৬৯
মোট ১০৪৪

মেদিনীপুর
মাইক্রো অবজারভার ৬৪৭
ভিডিও ক্যামেরা ২৫
সিসিটিভি ৪৭২
ওয়েব কাস্টিং ৩০০
মোট ১৪৪৪

পুরুলিয়া
মাইক্রো অবজারভার ৩৮০
ভিডিও ক্যামেরা ১০৩
সিসিটিভি ৬৬
ওয়েব কাস্টিং ২৮০
মোট ৮২৯

বাঁকুড়া
মাইক্রো অবজারভার ৪০০
ভিডিও ক্যামেরা ২১০
সিসিটিভি ১০৫
ওয়েব কাস্টিং ৩০০
মোট ১০১৫

বিষ্ণুপুর
মাইক্রো অবজারভার ৪১৭
ভিডিও ক্যামেরা ২৪৬
সিসিটিভি ১৩৮ওয়েব কাস্টিং ৩০০
মোট ১১০১