Date : 2021-04-23

খলনায়িকা ঐশ্বর্য রাই

ওয়েব ডেস্ক: দুই দশক ধরে বলিউডে সেরা অভিনয়ের ইনিংস শেষ করেও মানুষ মনে এখনও অম্লান ঐশ্বর্য।

১৯৯৪ এর বলিউডের এই নক্ষত্র রূপ, ঔজ্বল্যে বিশ্ব সেরা হয়েছিলেন।

১৯৯৭ সালে ‘ইরুভার’ ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে এসেছিলেন পরিচালক মণিরত্নম। এরপরেও ‘গুরু’ ও ‘রাবণ’ সিনেমাতে ঐশ্বর্য কাজ করেন মণিরত্নমের সঙ্গে।

এই জুটিকে আবার একসাথে দেখা যাবে মণিরত্নেমর পরের ছবিতে।

নায়িকা থেকে ঐশ্বর্য এবার খল-নায়িকা।

ঐতিহাসিক পটভূমিকায় চোল সাম্রাজ্য কাহিনী নিয়ে তৈরি হতে চলেছে এই ছবির গল্প।

যেখানে ঐশ্বর্য থাকবেন চোল রাজার শত্রুর স্ত্রীয়ের ভূমিকায়।

যিনি সাহায্য করবেন সাম্রাজ্যের ক্ষতি করতে।

সব মিলিয়ে চোখ ধাঁধানো ক্লাইমেক্স নিয়ে ঐতিহাসিক পটভূমিকায় তৈরি হতে চলেছে পরিচালক মণিরত্মের পরবর্তী ছবি।

যদিও ছবির নাম এখনও জানা যায়নি।