ওয়েব ডেস্ক: পুরোনো কাসুন্দি ঘেঁটে ট্রোলড হলেন বিবেক ওবেরয়। সোমবার নিজের ট্যুইটারে তার প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রাইকে নিয়ে একটি মিম শেয়ার করেন তিনি। যা খুবই আপত্তিকর। মিমটি এক্সিট পোলকে কেন্দ্র করে৷ কী ভাবা হয়েছিল আর শেষ পর্যন্ত কী হল, এমন ধরণের। ক্যাপশনে লিখলেনও যে ভারি মজা পেয়েছেন তিনি মিমটা দেখে৷ তাই শেয়ার করলেন।
কিন্তু কেন এমন নোংরা বা সস্তার মজাতে মাতলেন বিবেক ওবেরয়? প্রেম ছিল, প্রেম ভেঙেছে৷ কিন্তু সকলেই নিজের মত এগিয়ে গিয়েছেন জীবনে৷ এমন ঘটনা নিয়ে পরিণত মানসিকতার অভিনেতারা মজা পাবেন? এই প্রশ্নেই ট্রোলড হলেন বিবেক৷তবে পরে তিনি ক্ষমা চান ও মিমটি ডিলিট করে দেন।
তাঁর বক্তব্য অনুযায়ী গতকাল তার ট্যুইটার অ্যাকাউন্টটি নাকি হ্যাক হয়ে গিয়ছিল। এবং সেই হ্যাকাররাই নাকি ঘটায় এইসব কান্ড। বিবেক নাকি নিজে এই পোস্টটি করেননি বলেই দাবি করেছেন।
তিনি আরও বলেন যে গত ১০ বছর ধরে তিনি ২০০০ মেয়েদের পড়াশোনার খরচ চালাচ্ছেন। তাই তিনি জ্ঞানত কখনই কোনো মহিলাকে অপমান করার কথা ভাবতেও পারেননা। বিবেক একটি লিখিত চিঠিও দিয়েছেন এই বিষয়ে।